এক জিবি ইন্টারনেট মাত্র ৬৫ টাকায়
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫ ইং, ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৪১৫৪ বার পঠিত

সাতদিন মেয়াদের এই অফারটি পেতে ডায়াল করুন *৫০০০*৭৬#।
৬৫ টাকায় এক জিবি ইন্টারনেট ডাটায় গ্রাহক শুধুমাত্র ফেসবুক ব্যবহার করতে পারবে। আর ১০০ মিনিট টক টাইম যেকোন জিপি নম্বরে ব্যবহার করা যাবে।
গ্রাহক যতবার খুশি তত বার এই অফারটি নিতে পারবে। ৬৫ টাকার বান্ডেলটির মূল্য ভ্যাট এবং এসডিসহ পড়বে ৭৭ টাকা। ফেসবুক ইন্টারনেট ব্যালেন্স জানার জন্য ডায়াল করতে হবে *৫৬৬*১# টক টাইম জানার জন্য ডায়াল করতে হবে *৫৬৬*৭#