ভাঙা আইফোন ফেরত নেবে অ্যাপল
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:৫৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৪৯৫ বার পঠিত

পুরনো আইফোন স্টোর ক্রেডিটে ফেরত দিয়ে নতুন আরেকটি কম দামে কেনার সুযোগ অ্যাপল ব্যবহারকারীদের দিয়ে আসছে আগে থেকেই। তবে এখন বাটন নষ্ট থাকলে বা স্ক্রিন ভাঙা থাকলেও ওই ফোন ফেরত নেবে অ্যাপল। সেই সঙ্গে অ্যাপল স্টোরেই আইফোনে থার্ড পার্টি স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সুযোগও দেবে অ্যাপল। ফলে আইফোনের স্ক্রিন ভাঙার ঝুঁকি আরো হ্রাস পাবে।
‘রিইউজ অ্যান্ড রিসাইকেল’ প্রকল্পের পরিসর বাড়ানোর ফলে আরো বেশি আইফোন বিক্রি করা যাবে অ্যাপল এমনটাই আশা করছে বলে জানিয়েছে ইনডিপেনডেন্ট। অনেক সময় ভাঙা আইফোন ঠিক করতে দেয়ার চেয়ে, তা ফেরত দিয়ে নতুন আইফোন কিনতে গেলে কম খরচ হতে পারে, আর এই চিন্তা থেকেই আরো বেশি আইফোন বিক্রির আশার করছে মার্কিন প্রতিষ্ঠানটি।