বিশ্বনাথে নতুন বই পাচ্ছেন ৬০ হাজার শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২২ ইং, ৪:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ২০০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: মলাট খুলে নতুন বইয়ের ঘ্রাণ নিবেন সিলেটের বিশ্বনাথে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী। বছরের প্রথম দিনেই বর্ণমালার সঙ্গে পরিচিত হবেন তাদের অনেকে। শিশুদের এই আনন্দযজ্ঞ স্মরণীয় করে রাখতে প্রতিবারের ন্যায় এবারো উপজেলায় আয়োজন করা হয়েছে বই উৎসবের। আগামীকাল (১ জানুয়ারী) রবিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন বই তুলে দেওয়া হবে শিশু-কিশোরদের হাতে। এবার উপজেলায় প্রায় ৬০ হাজার শিক্ষার্থীর হাতে পৌঁছুবে নতুন বই। নতুন পাঠ্যবই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। সরকারের দেয়া বিনামূল্যে এসব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে চাহিদার অনুপাতে কিছু বইয়ের কমতি থাকলেও, পর্যায়ক্রমে তা পুষিয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আজ শনিবার শিক্ষা অফিস থেকে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে ২৩ হাজার ৮শ ১২জন, ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ হাজার ৫০জন ও ১৬টি মাদরাসার (ইবতেদায়ী ও দাখিল) ১২ হাজার ৫শ ১৯ জন শিক্ষার্থীদের মধ্যে তুলে দেয়া হবে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই। এ ছাড়া ৯৫টি কেজি স্কুলেও দেয়া হবে নতুন বই। মাধ্যমিক পর্যায়ে এবার বইয়ের চাহিদা ছিল ৪ লাখ ৩৬ হাজার। এর থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার বই পৌছেছে উপজেলায়। প্রাপ্ত বই ইতিমধ্যে উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে পৌছানো হয়েছে চাহিদানুযায়ী। অবশিষ্ট বই আসলে পর্যায়ক্রমে পৌছানো হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান সাংবাদিকদের বলেন, আমরা চাহিদার ৫০ভাগ বই পেয়েছি। তা দিয়েই বই উৎসবের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বছরের প্রথম দিনেই (আগামীকাল রবিবার) বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হবে।