ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথে আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৩ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ২৫৪ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (৪ জানুয়ারী) বিশ্বনাথ পুরান বাজারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তজম্মুল আলী রাজু ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুহেল খান, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলী, দেলোয়ার আহমদ ফয়সল।
উপজেলা ছাত্রলীগ নেতা রাজন আলী, অমিত মালাকার ও বাবলু আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভা শেষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত ‘কনসার্ট ফর স্মার্ট বাংলাদেশ’ এর অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কন্ঠ বন্যা তালুকদার, রিয়া রহমান, এফ রুবেল, ক্ষ্যাপা বাউল সারোয়ার, পিংকি আক্তার সহ গুণী শিল্পী বৃন্দ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।