প্রবাসীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন —-এমপি মোকাব্বির খান
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৩ ইং, ৮:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, প্রবাসীরা এলাকার অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই প্রবাসীদেরকেও আমাদের সবধরণের সহযোগীতা করা প্রয়োজন। তীব্র শীতের সময়ে হাজী আবদুল মন্নান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। তাদের সাধুবাদ জানাই এবং আগামীতে এধরণের মহতি উদ্যোগ যেন তাদের অব্যাহত থাকে।
তিনি আরও বলেন, বন্যা শেষ হওয়ার পর পরই তীব্র শীতে মানুষের কষ্ঠ বেড়ে গেছে। সমাজের দরিদ্র-অসহায় মানুষের কষ্ঠ লাগবে তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। এছাড়া বিত্তবানদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে। তাই দরিদ্র মানুষদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করাও উচিত হয়।
তিনি শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কারিকোনা গ্রামে ‘হাজী আব্দুল মান্নান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আবদুল হেকিমের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান, কারিকোনা গ্রামের পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ফয়জুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদরাসা ছাত্র ফাহিম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ আল-হেরা শপিং সিটির এমডি সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ও গীতিকার মোজাহিদ আলী, মুরব্বী বাবুল মিয়া, আবদুস সোবহান, নুরুল ইসলাম, মঈন উদ্দিন, আবদুস শহীদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সংগঠক টিপু মিয়া, জাহাঙ্গীর মিয়া, রুপন মিয়া প্রমুখ।