বিশ্বনাথে সৎ ভাইয়ের হামলায় ছোট ভাই আহত, আসবাবপত্র ভাংচুরের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩ ইং, ৯:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ৪৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সৎ ভাইয়ের হামলায় ছোট ভাই আহত ও ঘরের আসবাবপত্র ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। (৪ডিসেম্বর) বুধবার বেলা ২টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজী গ্রামে এঘটনা ঘটে। হামলায় হাসনাজী গ্রামের মৃত মশরফ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৫) আহত হন। আহত জাহিদুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে আহত জাহিদুল ইসলাম বলেন, আমার সৎ বড় ভাই ইজাজুর রহমান লোকজনের সঙ্গে বাড়ির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার দুপুরে ইজাজুর রহমানের নেতৃত্বে আরও কয়েকজন আমার বসত ঘরে এসে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে। এতে আমি গুরুতর আহত হই। ঘরে থাকা ৫ভরি সোনা, নগদ ৫২ হাজার টাকা তারা নিয়ে যায়।
ইজাজুর রহমান বলেন, জাহিদুল ইসলাম সে নিজে তার ঘরের আসবাবপত্র ভাংচুর করে আহত হওয়ার নাটক সাজিয়েছে। আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-র্চাজ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।