বিশ্বনাথ পৌর কৃষকদলের পরিচিত সভা
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩ ইং, ৫:১০ অপরাহ্ণ | সংবাদটি ২৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ পৌর কৃষকদলের নব গঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। (১২ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষকদলের আহবায়ক নূর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল আজিজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবদুল হাই।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, উপজেলা কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার।
সভায় বক্তারা বলেন, দেশের মানুষ আজ ভাল নেই। দিন দিন নিত্যপন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে দেশের মানুষ আজ দিশেহারা। এসরকারকে দেশের জনগণ ক্ষমতায় আর দেখতে চায় না। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মী সরকার হয়রানী করছে। অভিলম্ভে দেশেব্যাপী বিএনপি নেতাকর্মীর ওপর মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীকে সরকার গুম নামের কারাগারে বন্ধি করে রেখেছে। সরকার পতনের মাধ্যমে ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে। আগামী দিনে সরকার পতনের ডাক আসলেই কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য ওয়ারিছ আলী, ইছাক আলী, মরতুজ আলী, ওয়াহিদ আলী, আবদুল হান্নান, জামাল উদ্দিন, মনফর আলী, শামিম আহমদ, আবদুর রুপ, শানুর আলী, আবদুস শুকুর, বাতির আলী, জমির আলী, আক্কন আলী, আলা উদ্দিন, শেখ নুরুল ইসলাম, আমির খান, শামছু মিয়া প্রমুখ।