বিশ্বনাথে এডুকেয়ার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে এডুকেয়ার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক ও যুক্তরাজ্য প্রবাসী শায়েক আল শাহাবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। (৫ফেব্রুয়ারী) রবিবার বিকেলে এডুকেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে কোচিং সেন্টারের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোচিং সেন্টারের পরিচালক আসিফ আল মামুনের সভাপতিত্বে ও কোচিং সেন্টারের সহকারি পরিচালক শামস আল শাওনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর সভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র মোহাম্মদ সুমন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথে এডুকেয়ার কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক ইংরেজী প্রভাষক ও যুক্তরাজ্য প্রবাসী শায়েক আল শাহাব।
বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ও কোচিং সেন্টারের শিক্ষক সুলেমান কবির, শিক্ষক জসিম উদ্দিন, প্রীতম কান্তি দাশ, টিপু, শিক্ষিকা শর্মিষ্ঠা, আখি বেগম, আরিফা বেগম, ফাতেমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সাবিউর, শাওন, তানিম, মাহিদ, সাজু, জাবের, সুহেল, পাভেল, ইউসুফ, অর্গ্য, আবিদ, আবদুল্লাহ, রুবায়েত, জয়,ইয়াছির, রাফি, সায়মন, হৃদয়, লিনা বেগম, নাদিয়া ইসলাম, আজিজা বেগম, হাজেরা বেগম, রাবেয়া বেগম, শাবনূর বেগম, অর্পা, সাদিয়া, সায়মা, উর্মি, তাহসিন, দিবা, বুশরা বেগম, সাগরিকা বেগম, বৃষ্টি, সুনিয়া বেগম, শ্রাবনী, রুহি বেগম, মুনা বেগম, লিছা বেগম, ইভা বেগম, ফাইজা বেগম, উর্মি বেগম, মীম, জাহিদা বেগম. নাহিমা বেগম, রিয়ামনি, সৃষ্টি, মীম বেগম প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে কোচিং সেন্টারের পক্ষ থেকে ক্রেষ্টা প্রদান করা হয়।