বিশ্বনাথে ৫টি ইউপি নির্বাচনে আ.লীগের ভরাডুবি,স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩ ইং, ১০:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ২৫১ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ সোমবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৪টায় একটানা ব্যালেটের মাধ্যমে ভোটগ্রহন শেষ হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। পুরুষ ভোটারের চেয়ে নারীর ভোটারের উপস্থিতি ছিল বেশি। নির্বাচন অনুষ্ঠিত হয় উপজেলার অলংকারি, রামপাশা, দেওকলস, দৌলতপুর ও বিশ্বনাথ সদর ইউনিয়নে। এরমধ্যে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও একটিতে বিএনপির বহিস্কৃত নেতা, দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন-বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও প্রবাসী বিএনপি নেতা আতিকুর রহমান লিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) নাজমুল ইসলাম রুহেল চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৪১ ভোট। আর নৌকা প্রতীকে ৭৩৪ ভোট পেয়েছেন তাজ্জুল ইসলাম মাইকেল।
রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা বশির আহমদ চশমা প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট পেয়েছেন। আর ১ হাজার ৫০৫ আওয়ামী লীগের প্রার্থী আরব আলী হয়েছেন।
দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিস্কৃত নেতা হাফিজ আরব খান চশমা প্রতীকে ৮ হাজার ৮৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের প্রার্থী ওয়াহাব আলী নৌকা প্রতীকে ২ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন।
বিশ্বনাথ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দয়াল উদ্দিন তালুকদার আনারস প্রতীকে ৩ হাজার ৪৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল হিরণ মিয়া নৌকা প্রতীকে ১ হাজার ২৮০ ভোট পেয়েছেন।
দেওকলস ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতছিন আনারস প্রতীকে ২ হাজার ৭০৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র প্রার্থী ও হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক চশমা প্রতীকে ২ হাজার ৩১৬ ভোট পেয়েছেন। আর নৌকা প্রতীক নিয়ে ১ হাজার ৯৫৭ ভোট পেয়ে ৩য় হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম জুয়েল।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারওয়ার জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।