বিশ্বনাথে গাছ কাটা-প্রবাসীর পরিবারকে হুমকির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৪ ইং, ৬:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৪১৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমান রাজুর বাড়ির কয়েকটি গাছ কাটা ও তার পরিবারকে ভয়ভীতিসহ বিভিন্ন হুমকির অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার শিমুলতলা গ্রামে প্রবাসীর বাড়িতে এঘটনা ঘটে।
এমন অভিযোগ এনে প্রবাসী সাইদুর রহমান রাজু বৃদ্ধা পিতা হাজী মছদ্দর আলী (১১০) বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
অভিযুক্তরা হলেন-বিশ্বনাথ পৌর এলাকার শিমুলতলা গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে মিজান মিয়া (২৮), মুজিবুর রহমান (৩৫), মুহিবুর রহমান (২৫)।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, বাদির পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকেন। এরফলে অভিযুক্তরা বাদিরে নীরিহ পেয়ে জুলুম নির্যাতন করে এবং ক্ষয়ক্ষতি করে আসছে। আজ সোমবার সকালে বিবাদীরা বাদির বসতবাড়ির রোপনকৃত ৫টি কাঠের গাছ কেটে নিয়ে যায় এবং ১৫/২০টি কলাগাছসহ বিভিন্ন জাতের ফলের গাছ কেটে ফেলে। এতে বাদি অভিযুক্তদের বাঁধা দিলে তারা বাদিকে প্রকাশ্যে ভয়ভীতি-হুমকি প্রদর্শন কওে বলে, এবিষয়ে মামলা করলে বা বিচার প্রার্থী হলেই পুণরায় মারপিট-খুন জখম হবে বলে বাদিকে হুমকি প্রদান করা হয়েছে বলে বাদির থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।
এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাছ কাটা ও হুমকির লিখিত অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তি বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।