বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার দাবিতে বিশ্বনাথে বিএনপির মিছিল বৃহস্পতিবার
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৪ ইং, ১২:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ১১২ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবিতে গণ মিছিল আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশাবাদি বিএনপি। মিছিলটি পৌর শহরের দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এতে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীরদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া।