বিশ্বনাথে শিক্ষক আলতাফুর রহমানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২৪ ইং, ৪:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দ্বীপবন-বিলপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোহাম্মদ আলতাফুর রহমান ইন্তেকাল করেছেন। তিনি শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেট নগরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আজ শনিবার (২৪ আগস্ট) বিকেল ২টায় জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিলপার গ্রামে ১৯৫৯ সালে এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। আলতাফুর রহমান বিলপার গ্রামের ময়না মিয়া ও তেরাবান বিবি দম্পতির ২য় সন্তান। ৪ ভাই বোনের মধ্যে আলতাফুর রহমান ছিলেন ২য়। তিনি ১৯৮০ সালে শিক্ষকতার মহান পেশায় যোগদেন এবং ২০২১ সালে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত ও ২ পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক।