বিশ্বনাথে এডুকেয়ার কোচিং সেন্টারে স্টার হান্ট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ইং, ১১:২২ অপরাহ্ণ | সংবাদটি ৮২ বার পঠিত
নিজস্ব সংবাদাতা:: বিশ্বনাথে এডুকেয়ার কোচিং সেন্টারে স্টার হান্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৫ সেপ্টেবর) দুপুরে কোচিং সেন্টারের হল রুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ শামস আল শাওনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক তাহমিদ আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আফসার হোসেন, সহকারী শিক্ষিকা তিন্নি ,আবিদা বেগম, ফাতেমা বেগম, রিপা বেগম। অনুষ্ঠানে বিজয়ী ১০জন শিক্ষার্থী মধ্যে পুরস্কার হিসেবে মোবাইল সেট, ডিনার সেটসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন-মিম, মাঈশা, সায়রা, রেদোয়ান, তান্নি, শিউলি, তৌহিদা, তানিয়া, আয়েশা, দিব্য।