বিশ্বনাথে দূর্গাপুজাকে সামনে রেখে প্রতিমায় লাগছে তুলির আঁচড়
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ইং, ১:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৫০ বার পঠিত

উপজেলার আট ইউনিয়নে গত বছরে ২৩টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হয়। এবছরেও ২৫টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে তবে ২টি ব্যাক্তিগত পূজা মন্ডপ রয়েছে মোট ২৫টি পূজা অনুষ্টিত হবে বলে জানাগেছে।
এদিকে, এবছরও শান্তিপূর্ণভাবে পূজা পালন হবে বলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান। প্রতিমা তৈরি শিল্পিরা জানান, এসব পূজা মন্ডপে প্রতিমা সরবারহ করতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তাই খাওয়া-দাওয়া শেষে আরাম করার সময়টুকুও তাদের নেই। তারা জানান, বাঁশ ও খড় দিয়ে প্রতিমা অবকাঠামো তৈরির পর মাটি দিয়ে প্রলেপ দিচ্ছেন শিল্পিরা। বছরের এই সময়টা ব্যস্ততায় কাটলেও অন্য সময় তাদের হাতে থাকেনা কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও তাদের কাটাতে হয় মানববেতর জীবন। তাই অনেকেই বাধ্য হয়ে বাপ-দাদার এই পেশা টিকে রেখেছেন কোন রকমে। কেহ কেহ এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু বলেন, এবছরে ব্যক্তিগতভাবে ২টি মন্ডপে ও র্স্বাবজনীন ২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এবার শান্ন্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য তিনি আহবান করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, এখনো পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী কোনো ঝুকির্পূণ পূজা মন্ডপ নেই। পূজা উৎসবের যে প্রস্তুতির সভা তা এখনো অনুষ্টিত হয়নি।