বিশ্বনাথ কামিল মাদ্রাসায় শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৬:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১০৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষের পদত্যাগ নিয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদের পদত্যাগ চেয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে কটুক্তিমূলক আচরন ও বিশৃঙ্খল পরিবেশ করার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করছেন অভিভাবক ও সূধীজনেরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে নানা অভিযোগ তুলে আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অধ্যক্ষ নু’মান আহমদের অনিয়ম-দূর্নীতি, দ্রæত পদত্যাগসহ ১০টি অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, এহিয়া আহমদ ও সুমাইয়া জান্নাত। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বিদের হস্তক্ষেপে মাদ্রাসার তালা খুলে দেয়া হয়। এসময় মাদ্রাসার শান্তি শৃঙ্খলা বজায় রেখে রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, এলাকার প্রবীণ সালিশ ব্যক্তিত্ব গোলাপ খান, মশাহিদ আলী, আবুল হোসেন, রাজনীতিবীদ জসিম উদ্দিন জুনেদ। এসময় অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শিক্ষার্থীদের অভিহিত করেন তারা।