যুক্তরাজ্য বিএনপি নেতা গোলজার খান দেশে আসছেন কাল
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪ ইং, ৫:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক, বিশ্বনাথের রাজনগর গ্রামের কৃতি সন্তান গোলজার খান আগামীকাল বৃহস্পতিবার সকালে সংক্ষিপ্ত সফরে দেশে আসছেন।
জানাগেছে, দুই সপ্তাহ দেশে অবস্থানকালে গোলজার খান সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করে ব্যস্থ সময় অতিবাহিত করবেন।
গোলজার খান দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী জানান, গোলজার খান সংক্ষিপ্ত সফরে দেশে অবস্থানকালে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্সূচিতে অংশগ্রহন করবেন।
তিনি বলেন, আগামীকাল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছাবেন। বিমান বন্দরে গোলজার খানকে বরণ করে বিশ্বনাথে নিয়ে আসব।