বিশ্বনাথে গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৪ ইং, ৫:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১২৩ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া প্রতিষ্ঠান আয়োজনে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ছোবল থেকে কিশোর- কিশোরী ও যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য বেশী বেশী ক্রীড়ার আয়োজন করা এবং খেলাধুলায় তাদের সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। সুস্থ দেহ ও সুস্থ জাতি গঠনের জন্য প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদেও বেশী করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীদের উপযুক্ত ভালো মানুষ হবার জন্য ক্রীড়া ও সংস্কৃতি চর্চার সংগে যুক্ত হতে হবে। তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারীদের জন্য শুভকামনা প্রকাশ করেন।
রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজের ও সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন একাডেমিক সুপার ভাইজার আবদুল হালিম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রতিযোগিতায় অংশগ্রহনকারি উপজেলা বিভিন্ন স্কুল ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।