বিশ্বনাথে চোখের জলে পাঁচ গুণী শিক্ষককে বিদায়
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৪ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক অবসর জনিত ও প্রাথমিক বিদ্যালয়ের ৫ জন শিক্ষককে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ৫জন গুণী শিক্ষককে চোখের জলে বিদায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। (২৩ অক্টোবর) বুধবার দুপুওে বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিশ্বনাথ উপজেলার শাখার সভাপতি নূরজ্জামান খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নূও হোসেন তালুকদার এবং শিক্ষিকা কাকলী নন্দীর পরিচালনায় প্রধান সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আবদুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইনসট্রাক্টর, ইউ আর সি আজমত উল্লাহ খান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সহ-সভাপতি বাবুল কান্তি দাস।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলার পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অপসরপ্রাপ্ত) সিরাজ আলী, জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অপসরপ্রাপ্ত) শেফালী বড়–য়া, হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অপসরপ্রাপ্ত) যুথিকা ভট্রাচার্য, মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (অপসরপ্রাপ্ত) স্বপ্ন দে, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (অপসরপ্রাপ্ত) শিবানী ভট্রাচার্য।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষক খায়রুল আমিন ও গীতাপাঠ করেন শিক্ষক সঞ্জিত পুরকায়স্থ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হীরেন্দ্র কুমার দাস।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আবুল কাহার, কৃঞ্চ কান্ত মালাকার, বিশ্বনাথ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলী, সদস্য আলীম উদ্দিন, আ.স.ম লায়েক, সঞ্জিত কুমার দেব, শাহিন আহমদ, বাবুল কান্ত দাশ, শাহিন মিয়া, জয়ন্তী রানী, বিমল চন্দ্র দাস, আবু তৈয়ব বেলাল।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সামিয়া বেগম, লিলি রানী, ইমরান উদ্দিন, আনোয়ার হোসেন, আবুল হোসেন হেলালী, বিধান রঞ্জন দাস, মুন্সী ওমায়ুন কবির, রতœা রানী দেবী, পান্না মনি তালুকদার, কাজী আবু সায়েম, আবদুস শহিদ, নুরুল ইসলাম, ফয়ছল আহমদ সুপাদার প্রমুখ।