বিশ্বনাথে পৌর বিএনপি নেতৃবৃন্দের পুজামন্ডপ পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৪ ইং, ১০:২৮ অপরাহ্ণ | সংবাদটি ১৪১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন হচ্ছে। ইলিয়াসপত্নী তাহসিনা রুশদী লুনার নির্দেশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশ্বনাথ বিশ্বনাথ পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, সহ-সভাপতি ফারুক আহমদ, নাজিম উদ্দিন, আবদু নূর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, সহ-নাধারণ সম্পাদক আবদুল জলিল, নানু মিয়া, শাহজাহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম, পৌর কৃষকদলের সভাপতি নূর আলী, যুবদল নেতা বাপন পাল, জামিল মিয়া প্রমুখ।


