বিশ্বনাথে বাজার মনিটরিং করলেন ইউএনও
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪ ইং, ৯:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৬৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পুরান বাজার, নতুন বাজার, উপজেলার রামপাশা ও হাবড়া বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান ইউএনও। এসময় তাঁর সঙ্গে বিশ্বনাথ থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
এসময় তিনি (ইউএনও) বাজারগুলোতে বিভিন্ন কাচা বাজারসহ পণ্য-দ্রব্যাদি বিক্রিতে অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে বাড়তি দাম না নেয়া ও ভেজাল পণ্য বিক্রিতে কঠোরভাবে নিষেধ করতে বাজার মনিটরিং করা হয়। এইসব নির্দেশনা কেউ অমান্য করলে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে তিনি ব্যবসায়ীদের সর্তক করে আসেন।।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায় জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।