বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৪ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৫৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। (২১ অক্টোবর) সোমবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের তাদেরকে এই জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়ের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার লামাকাজি ও রামপাশা বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, ভেজাল খাদ্যপণ্য বিক্রি, মজুদ রাখার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসময় স্থানীয়রা সপ্তাহে ২ দিন যেন বাজার মনিটরিং করার অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৪৫ ধারায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথক পৃথক মামলায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘অভিযানকালে ব্যবসায়ীদের সীমিত এবং সহনীয় লাভে পণ্য বিক্রয় করতে বলা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রতিদিন হালনাগাদ করতে নির্দেশনা দেয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিংয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।