বিশ্বনাথে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৪ ইং, ১০:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৪৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় (৩ অক্টোবর) থানা কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন তিনি।
ওসি রুবেল মিয়া বলেন, মাদক, জোয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ দূর করতে চান। বিশ্বনাথে যেখানে অপকর্ম চলবে সেখানে পুলিশের একশান চলবে। এজন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, একটি বড় ধরনের ঘটনা ঘটলে ঘটনাস্থলে সবার আগে সাংবাদিকরা উপস্থিত থাকেন। সেখান থেকে সবাই চলে গেলেও সাংবাদিক আর পুলিশই সামনে থাকেন। তাই সাংবাদিকদের সার্বিক সহযোগিতা থাকলে সকল ধরণের সমস্যা দূর করে বিশ্বনাথকে জেলার মধ্যে একটি মডেল উপজেলা গঠন করা সম্ভব।
বিশ্বনাথ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি বেশ কয়েকটি পরিকল্পনার কথা তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, মাদক নির্মূলে জিরো টলারেন্স দেখিয়ে যাওয়া, থানায় কোনো রকম দালালী-তদবির করতে না দেওয়া, মামলার সংখ্যা কমিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাওয়া, পুলিশ-জনতার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আরো উন্নত করা এবং সর্বোপরি বিশ্বনাথবাসীকে শতভাগ পুলিশি সেবা প্রদান করা। এসব পরিকল্পনা স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়নের জন্যে তিনি বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সাংবাদিকবৃন্দ।
এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যকরী কমিটির সদস্য কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, ফারুক আহমদ, অজিত দেব, সমুজ আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, সদস্য সাহেল আহমদ সাকী, মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য মশিউর রহমান, রাজা মিয়া উপস্থিত ছিলেন।