বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত ৪
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪ ইং, ১১:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১১অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল বাজারে চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে ৪জন গুরুতর আহত হন। আহতরা হলেন-আমতৈল গ্রামের জমসের পুর গ্রামের ছুরত মিয়া, সুনুু মিয়া, নিজাম উদ্দিন। অপর আহতদের তাৎক্ষনিক নাম জানাযায়নি। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।
আহত ছুরত মিয়া ও নিজাম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যার পর স্থানীয় আমতৈল বাজারে একটি চায়ের দোকানে নুর মিয়া মেম্বার ও মাইন উদ্দিন মেম্বার, মধু মিয়া, জিয়াউর, রব মিয়া, আলী হোসেন, আবদুল মজিদসহ বেশ কয়েক জন মিলে দলীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনায় করছিলেন। হঠাৎ করে আমতৈল ও জমসেরপুর গ্রামের নেছার আহমদ, আবদুস সাত্তার, আইন উদ্দিন, তোফায়েল আহমদ ও আলমগীর হোসেন লাঠি-সোটাা নিয়ে তাদের ওপর অর্তকিতভাবে হামলা চালায়। এতে তারা ৪জন আহত হন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে তারা জানান।
অভিযুক্ত আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, আমরা কারো ওপর হামলা করিনি। তারা বরং আমাদের ওপর হামলা করে। আমরা থানায় অভিযোগও দিয়েছি।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, শুনেছি মারামারি হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।