নূর ফাউন্ডেশন মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল ১৩ নভেম্বর
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বনাথ পৌর শহরে অনুষ্ঠিত ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’র তত্ত্বাবধানে, নূর ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৪ আয়োজন অনুষ্ঠিত হয়েছে গত ২৫ অক্টোবর শুক্রবার। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উক্ত বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে। বহুনির্বাচনি পদ্ধতিতে ৪টি বিষয়ে, ১’শ মার্কের পরিক্ষায়, পাঁচটি শ্রেণির ৮৩৫জন পরিক্ষার্থী ফাউন্ডেশনের পরিক্ষায় ঐদিন অংশ নেয়। আগামী ১৩ নভেম্বর ২০২৪ বুধবার, সকাল ১১টায়, বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজ হল মিলনায়তনে, নূর ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি’২৪ এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন-পরিক্ষা নিয়ন্ত্রক কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ। তিনি বলেন, ৬নভেম্বর ফাউন্ডেশনের ফলাফল প্রকাশ করার পূর্ব ঘোষণা থাকলেও, অনিবার্য কারণে তা পারা যাচ্ছেনা। আমরা শতভাগ আশাবাদী আগামী ১৩নভেম্বর ফাউন্ডেশনের চুড়ান্ত ফলাফল স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক ও সুশীল সমাজের উপস্থিতিতে প্রকাশ করা হবে।