বিশ্বনাথে নূর ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪ ইং, ৬:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথের নূর ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ। প্রকাশিত ফলাফল অনুযায়ী ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তরা হলেন বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ছাবিহা জান্নাত সারা (রোল ৮৪৯), ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মোছা. তাহেরা বেগম (রোল ৩০৯), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী মাহিদা আক্তার আজহা (রোল ৭৭৩), রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সাইফ আল দ্বীন সাদ (রোল ৮৫৮), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রাফিয়ান রাফি (রোল ৭১৭), সাকসেস একাডেমি আমতৈলের ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা বেগম (রোল ১০৩৬), গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী খাদিজা জান্নাত ফারহানা (রোল ৪২৬), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র আহমদ নাফিজ (রোল ৭৮৬), জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী অংকিতা সরকার (রোল ৪৩৩) ও মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জারিন তাসনিম (রোল ৪২২)।সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলেন বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী মাহমুদা বেগম তোহফা (রোল ১০৪৬), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী শারজানা বেগম (রোল ৭৮৫), ৪র্থ শ্রেণির ছাত্র সামিনুল ইসলাম (রোল ১১২১), মুফতিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মোছা. সানজিদা ইসলাম (রোল ৯৩৫), হযরত শাহজালাল র. একাডেমির ৫ম শ্রেণির ছাত্র সৌম্য দে স্বচ্ছ (রোল ৩২), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী হামিদা জান্নাত (রোল ৭৬৫), চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ওমর আলী (রোল ৭১), আল-আজম হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র সাখাওয়াত হোসেন শাহিন (রোল ১৬৭), জাগরণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মাদিহা মাহপারা (রোল ১০০৪) ও রামসুন্দর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সনজিদা পাল দৃষ্টি (রোল ১১১৯)।বিশেষ বৃত্তি প্রাপ্তরা হলেন আল-এমদাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী শ্রুতি মালাকার (রোল ৩০০), কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তাহমিদ হাসান (রোল ৫৪১), রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ওলিদ আহমদ তায়েফ (রোল ৬৯৪), ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী প্রান্তিকা পাল (রোল ১০১১), পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র হোসেন তাহমিদ বখতিয়ার (রোল ৩৬০), শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ফারহাত ইউনুস তাকিয়া (রোল ২৬০), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্র মো. নাজমুল ফুয়াদ নাবিল (রোল ৮৭), মর্নিং স্টার একাডেমির ৪র্থ শ্রেণির ছাত্রী ইমা রানী মালাকার (রোল ২৯৯), মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী চর্যা সাহা মুমু (রোল ১০৭৯), সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহজুবা আক্তার (রোল ১০০০), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছামিয়া আক্তার শাম্মী (রোল ১১২৪), উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তামিম হোসেন ইকবাল (রোল ৫৬০), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণির ছাত্রী নুসরাত জাহান জুমি (রোল ১১০৯), আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ফারহানা জান্নাত মাহা (রোল ১১০), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী মারিয়া জান্নাত (রোল ৮৬), আরব শাহ র. একাডেমির ৪র্থ শ্রেণির ছাত্র ইশতিয়াক আহমেদ জিসান (রোল ৪২৮), বৈরাগী বাজার কিন্ডার গার্ডেনের ৪র্থ শ্রেণির ছাত্রী মোছা. মেহজাবিন (রোল ১১৮), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী রাবেয়া বেগম জান্না (রোল ৭৮৪), প্রগতি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার লুবনা (রোল ৬৯৮), নয়াবন্দর ইসলামী একাডেমির ১০ম শ্রেণির ছাত্রী ছাদিয়া আক্তার মুন্নি (রোল ৬৪৭), হযরত আবু হুরায়রা রা. একাডেমির ৪র্থ শ্রেণির ছাত্র আবু তালহা (রোল ১১৫), খাজাঞ্চীগাঁও একাডেমির ৮ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মীম (রোল ১০২৯), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল মোমিন তুহিন (রোল ৬৮১) ও একই শ্রেণির ছাত্রী তাহিয়া খানম জাহরা (রোল ৭২৩), জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র তামজিদ উদ্দিন লাবিব (রোল ২৪৬), ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী আবিদা ফেরদৌস ইফফাত (রোল ২০৫), খাজাঞ্চীগাঁও এসএ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আহমেদ আল ফুয়াদ (রোল ৪২১), সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র আব্দুল মুকিত (রোল ৭০৫), মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বর্ষা রানী মালাকার (রোল ৪৫৯) ও রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র শাহরিয়ান (রোল ১০৩) ক্যামব্রিয়ান স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সালাম, রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা বেগম।এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সংবাদকর্মী মো. আব্দুল্লাহ, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ সুমন, আক্তারুজ্জামান জাহিদ, শাহিন আলম বিজয়, আরিফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, বুশরা বেগম, সাব্বির আহমদ, তানিয়া আক্তার, বাপ্পি মালাকার, আব্দুল মুবীন আলেক, আব্দুস সামাদ, সাদিয়া বেগম, তামান্না বেগম, পূর্ণিমা পাল বর্ষা, রূপালী তালুকদার প্রমুখ।