বিশ্বনাথে মিছবা উদ্দিনকে রেড ক্রিসেন্ট সোসাইটির সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪ ইং, ৬:২৮ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: স্বদেশ আগমণ উপলক্ষে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহসভাপতি, সমাজসেবী, ক্রীড়া সংগঠক মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট বিশ্বনাথ টিম। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোটিং ক্লাব এন্ড একাডেমীর বিশ্বনাথ পুরানবাজারস্থ কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী ও ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মিছবাহ উদ্দিন। তাঁর বক্তব্যে বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটির তরুণ-তরুণীরা যখন দেখি সমাজের ভাল ভাল কাজ করে এতে আমি সবচেয়ে বেশী খুশি হই। ভাল লাগে তাদের কাজগুলো। এই ধরনের সমাসেবা মূলক সংগঠনকে আমি নিজ থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, সমাজসেবা মূলক সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতার দরকার। সবার সহযোগিতা পেলে তারা যেকোন কটিন কাজ সহজভাবে করতে পারবে। তাই আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভাগীয় উপপ্রধান জনসংযোগ ও পরিকল্পনা সম্পাদক জাবের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজকর্মী ও ব্যবসায়ী আব্দুন নূর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুর রহমান পলাশ, সংগঠক শরিফুল ইসলাম, শরিফ, কামরান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বনাথ টিমের দলনেতা সাদিয়া বিনতে হোসাইন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভাগীয় উপদল নেতা শাহাদাত বিনতে হোসাইন, বিভাগীয় প্রধান স্বাস্থ্য সুরক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম, বিভাগীয় উপপ্রধান জনসংযোগ ও পরিকল্পনা সম্পাদক বিলাল আহমদ, প্রশিক্ষণ ও সহশিক্ষা সম্পাদক প্রদিপ, উপপ্রধান স্বাস্থ্য ও সুরক্ষা সম্পাদক জাবেদ আহমদ, যুব সদস্য মোস্তাক আহমদ, সুমন আহমদ, সাদিয়া বেগম, ছাইমা বেগম, ফাতেমা আক্তার লিজা, পলাশ দেব, শেখ শিপু প্রমুখ।