বিশ্বনাথে মোক্তার আলী ফাউন্ডেশনের তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪ ইং, ৫:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের তৃতীয় মেধা বৃত্তি পরীক্ষা আগামী ৯ই নভেম্বর রোজ শনিবার বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুস্টিত হতে যাচ্ছে।
এবারে উপজেলার প্রায় শতাধিক প্রাইমারি স্কুল ও একাডেমিক কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করছে।
মোক্তার আলী ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরন বলেন, প্রতিবছরের ন্যায় এবার মোক্তার আলী ফাউন্ডেশন নতুন আংঙ্গিকে উপজেলার প্রতিটি অবহেলিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোক্তার আলী মেধা বিকাশের একটি অনন্য দৃষ্টান্ত স্হাপন করতে যাচ্ছেন।
উল্লেখ্য আগামী ৯ ই নভেম্বরের পরীক্ষাটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোক্তার আলী।