বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ৫ম আসরের প্রস্ততি সভা অনুষ্ঠিত। ২ জানুয়ারি উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৪ ইং, ১১:৪১ অপরাহ্ণ | সংবাদটি ২০১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট ২৫ইং সনের ৫ম আসরের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭নভেম্বর) রাতে উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে প্রবাসী ট্রাস্টি আবুল বসরের বাসায় এ প্রস্তুতি অনুষ্ঠিত হয়। উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও সংগঠক আরকুম আলীর পরিচালনায় বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাসার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু,বিশ্বানথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ,উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লুকমান হোসেন, শ্রীদরপুর গ্রামের সোলেমান খান বাবুল, বিএফজি ফুটবল একাডেমির সভাপতি লুৎফুর রহমান জুয়েল, হেলাল আহমদ, কাওছার আহমদ বাপ্পি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মিছবা উদ্দিন
৫ম আসরে খেলা অনুষ্ঠিত হবে আগামি ২রা জানুয়ারি শ্রীধরপুর গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত হবে। খেলায় বৃহত্তর সিলেটের বাছাইকৃত ১৬টি টিম অংশ গ্রহণ করবে। খেলায় চ্যাম্পিয়ন টিমকে ৩লক্ষ টাকা ও রানার্স আপ টিম পাবে ২লক্ষ টাকার প্রাইজমানি। দর্শকদের জন্য থাকছে রাফেল ড্র এর মাধ্যমে ১লক্ষ টাকা পুরষ্কার। এছাড়াও ম্যাচগুলো উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।