বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি? নগদ টাকাসহ ১০ ভরি সর্নালঙ্কার চুরি
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪ ইং, ১০:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৬৬ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বনাথ পৌরসভার ইলামের গাও গ্রামের সন্জাব আলীর বাড়িতে শুক্রবার জুমার নামাযের সময় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
বাড়ির মালিক সন্জাব আলী জানান, তিনিসহ তাদের পরিবারের সবাই তাদের মেয়ের বাড়িতে বেড়াতে জুমার নামাজের পূর্বে চলে যান, তার ছোট ছেলে তুহিনকে রেখে যাই, তুহিনও পরে নামাজে চলে যায়, নামাজ পড়ে এসে আমার ছেলে তুহিন দেখে গেইটের একটা তালা ভাঙা পরে সে দেখে গ্রীলের একটি রড কেটে চুরের দল ভিতরে প্রবেশ করে আমার স্ত্রীর প্রায় ১০ ভরি স্বর্ন নগদ প্রায় ১ লক্ষ বিশ হাজার টাকা ঘরের আলমারিতে থাকা কাপড় নিয়ে গেছে চুরের দল। তিনি বলেন আমি থানায় ফোন করেছিলাম পুলিশ এসছিল।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যাবস্হা গ্রহন করা হবে।