স্বদেশ আগমনে যুক্তরাজ্য বিএনপি নেতা তৈমুছ আলীকে বিশ্বনাথ যুবদলের ক্রেষ্ট প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৪ ইং, ৭:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ১২৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: স্বদেশ আগমনে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব তৈমুছ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে যুক্তরাজ্য থেকে নিজ বাড়িতে বিএনপি নেতা তৈমুছ আলী পৌছালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন যুবদল নেতারা। এসময় যুক্তরাজ্য বিএনপি নেতাকে ক্রেষ্ট প্রদান করেন যুবদল নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা যুবদলের আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম-আহবায়ক নাজিম উদ্দিন, সদস্য বাবুল মিয়া, কপি আহমদ, রুমেল আলী, আজাদুর রহমান প্রমুখ।