বিশ্বনাথ প্রেসক্লাবে প্রবাসী টিপু’র বৈদ্যুতিক পাখা ও লাইট প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০২৪ ইং, ৮:২০ অপরাহ্ণ | সংবাদটি ৩৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্যের বিশিষ্ঠ সলিসিটর, সমাজসেবী, সাংবাদিক বান্ধব, বিশ্বনাথ পৌর এলাকার কারিকোনা গ্রামের বাসিন্দা আব্দুল হামিল টিপু মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্বনাথ প্রেসক্লাবে দুটি বৈদ্যুতিক পাখা ও দুটি টিউবলাইট প্রদান করেছেন। বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে প্রবাসীর পক্ষে আনোয়ার হোসাইন বৈদ্যুতিক পাখা ও লাইট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু। এদিকে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও সাধারণ সম্পাদক শিপন আহমদ বিশ্বনাথ প্রেসক্লাবের জন্য দুটি বৈদ্যুতিক পাখা ও লাইট প্রদান করায় প্রবাসী আব্দুল হামিদ টিপু’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।