বিশ্বনাথ স্পোর্টস অর্গেনাইজেশন ইউকের ট্রেজারার আবু মনসুরের মাতার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২৪ ইং, ৬:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ সন্ধানী মেডিকেল ও সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবু সালেহ নাসির ও বিশ্বনাথ স্পোর্টস অর্গেনাইজেশন ইউকের ট্রেজারার আবু মনসুরের মাতা আর নেই। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় সৌদি আরবের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন)। সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে ওমরা হজ্ব পালনের লক্ষে সৌদি আরব যান। সৌদি আরব অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে মঙ্গলবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমরার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ সৌদি আরবে অনুষ্ঠিত হবে এবং সেখানে তাকে দাফন করা হবে বলে মরহুমার পরিবার সূত্রে জানাযায়।