বিশ্বনাথে নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫ ইং, ১২:০৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কালিটেকা গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে (১৪ জানুয়ারী) মঙ্গলবার সন্ধ্যায় নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কালিটেকা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানজিল আহমদের সভাপতিত্বে ও নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠির প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোঃ আরব খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, হযরত শাহজালাল মডার্ণ একাডেমির প্রিন্সিপাল কবি এইচ এম আরশ আলী, ভুরকী হাবিবিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহমদ পিয়ার।
এসময় ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, শাহ আমিন উল্ল্যাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছাদিকুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
নুরে মোজাস্সাম ইসলামী শিল্পী গোষ্ঠি আয়োজনে গজল পরিবেশেন করেন, বর্তমান সময়ের তরুন প্রজন্মের শিল্পী মারজান মোহাম্মদ রুহি, মুনশিদ গ্রপের সাবেক পরিচালক মাওলানা ফারুক আহমদ,নুরে মোজাস্সাম শিল্পী গোষ্ঠির প্রতিস্টাতা পরিচালক আহমদ আলী হিরন, তোফায়েল আহমেদ, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, আজহারুল ইসলাম, ছাদিকুর রহমান।