বিশ্বনাথে রাস্তায় মাটি ভরাটের কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫ ইং, ২:০৯ অপরাহ্ণ | সংবাদটি ২১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দন্ডপানিপুর গুচ্ছ গ্রাম সম্মুখ থেকে মরহুম লাল মিয়ার বাড়ির সামন পর্যন্ত সরকারি অর্থায়নে রাস্তার মাটি ভরাটের কাজের উদ্বোধন করা হয়েছে। (২৭ জানুয়ারী) সোমবার সকালে এ রাস্তার মাটি কাটার উদ্বোধন করেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ ইউপির ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য তানবীর হোসেন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য বাবলী বেগম, মুরব্বী তৈমুছ আলী, বাবুল মিয়া, আবদুল আহাদ, বকুল মিয়া, শামীম আহমদ, ছালিক মিয়া প্রমুখ।
ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার জানান, দীর্ঘদিন এই এলাকার মানুষ রাস্তার অভাবে কষ্টে ছিলেন। একটু বৃষ্টি হলেই তাদের কষ্টের সীমা ছিল না। এখন এই এলাকার প্রায় ৫০০ মিটার রাস্তার মাটি ভরাট করে উঁচু কওে দেয়া হচ্ছে। এখন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। আমরা একের পর এক ইউনিয়নবাসীর কাজ করে যাচ্ছি।