বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর গেইট নির্মাণের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫ ইং, ৯:৫২ অপরাহ্ণ | সংবাদটি ২৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর অবৈধভাবে গেইট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ এনে গেল (১৪ জানুয়ারী) মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
লিখিত অভিযোগে এলাকাবাসী উল্লেখ করেন, বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডেও অর্šÍরগত কলেজ রোড বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সংলগ্ন ৩টি রাস্তার মূখ মহরমপুর, বৈদ্যকাপন, সুড়িরখাল, সেনারগাঁও যাহা ভোগসাইল রাস্তার সাথে সংযুক্ত রয়েছে। এ রাস্তার সামনে রাতের আধারে অবৈধভাবে সরকারি রাস্তার ওপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। এ গেইট নির্মাণকে কেন্দ্রে করে যে কোনো ধরনের প্রাণ নাসের আশংকা রয়েছে। গেইট নির্মাণকারী ক্ষমতাশালী ব্যক্তিবর্গ হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা কারো নেই। আমরা এলাকাবাসী তাদের সরকারি রাস্তার ওপর গেইট নির্মাণ থেকে বিরত থাকার আহবান জানাই। এতে তারা আমাদের এলাকাবাসীর কথা না শুনে জোরপূর্বক রাস্তার ওপর গেইট নির্মাণ শুরু করে এবং তারা এলাকাবাসীকে নানানভাবে হুমকি দিয়ে আসছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনওর প্রতি আহবান জানান।
অভিযোগ পাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায় বলেন, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।