বিশ্বনাথে ১ম তৈয়বুর রহমান হুমায়ূন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৫ ইং, ৩:০৬ অপরাহ্ণ | সংবাদটি ৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে ১ম তৈয়বুর রহমান হুমায়ূন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্টকে সামনে রেখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দশঘর ইউনিয়নের সাথী স্পোটিং ক্লাব কাশিমপুরের স্থানীয় ময়নাগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সাথী স্পোর্টিং ক্লাবের সভাপতি কবির উদ্দিন সুজনের সভাপতিত্বে সাহিত্য সম্পাদক এনামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, কাশিমপুর গ্রামের প্রবীণ মুরব্বী নুর উদ্দিন, তৈয়ব আলী, হান্নান মিয়া, হিফজুর রহমান, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন, কামালপুর গ্রামের সাবেক ফুটবলার তাজুল ইসলাম, সাথী স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিমুর রহমান।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাথী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ খান।
১ম তৈয়বুর রহমান হুমায়ূন পাউন্ড এন্ড পাউন্ড ফুটবল টুর্ণামেন্ট মাঠে গড়াবে আগামী ১৭ জানুয়ারী। স্থানীয় দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। খেলায় বৃহত্তর সিলেটের বাছাই করা ১৬টি টিম অংশগ্রহণ করবে। টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ ১ হাজার পাউন্ড ও রানার্সআপ দল পাবে ৫ শত পাউন্ড প্রাইজমানি। প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে থাকছে ১০ পাউন্ড প্রাইজমানি। প্রস্তুতি সভায় বক্তারা প্রতিটি ম্যাচ মাঠে বসে উপভোগ করার জন্য ক্রিড়ানুরাগীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ৃ