বিশ্বনাথে আ.লীগ সন্ত্রাসীদের একাধিক হামলা-মামলার শিকার নিরীহ পরিবার
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং, ১০:২২ অপরাহ্ণ | সংবাদটি ৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের (ধলিপাড়া) শেখপাড়া গ্রামের জামে মসজিদের হিসাব চাওয়ায় ফ্যাসিবাদি আওয়ামী লীগ সন্ত্রাসীদের একাধিক হামলা মামলার শিকার হয়েছেন কয়েকটি নিরীহ পরিবার। বুধবার (১৯ ফেব্রæয়ারী) স্থানীয় একটি হোটেলে অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধলিপাড়া গ্রামের ফিরোজ মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৩ সালে ধলিপাড়া শেখপাড়া গ্রামের জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লী ও (ক্যাশিয়ার) ছালেক মিয়ার কাছে মসজিদের হিসাব নিকাশ জানতে চাই। ক্যাশিয়ারে কাছে কেন হিসাব চাওয়া হল এই ক্ষোভে ছালেক মিয়া আমাদের উপর বার বার হামলা ও সাজানো মামলা দিয়ে বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। মসজিদে নামাজ পড়তে বাঁধা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। ৫মাস বাড়িতে নামাজ পড়ি আমরা কয়েকটি পরিবার। তাদের ভয়ে ছেলে মেয়েরা পড়া-লেখার জন্য স্কুল কলেজে যেতে পারছেনা। সাজানো মামলার হাজিরা দিতে আদালতে গেলেও হামলার শিকার হতে হয়। আওয়ামীলীগ সন্ত্রাসী পরিবার এত প্রভাবশালি তাদের টাকার কাছে বিক্রি হয়ে গেছে থানা পুলিশও। হামলার শিকার হয়ে থানায় আমরা মামলা দিতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা নেয়। গ্রেফতার করতে বাড়ি ঘরে অভিযান দেয় পুলিশ। পুলিশের ভয়ে বাড়িঘর ত্যাগ করলে সেই সুযোগে বাড়ির বিদ্যুৎ লাইন বন্ধ করে বিদ্যুতের তার খুলে নিয়ে যায় সন্ত্রসীরা। আমাদেরকে দেশের বিভিন্ন থানার সাজানো মামলা দিয়ে ফাঁসানোসহ নানা ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা দারুণ নিরাপত্তাহীনতায় ভুগছি। ডাকাতি মামলার আসামি আনসার মিয়া, আওয়ামীলীগ নেতা ও মানব পাচারকারি আশিক মিয়া ও আখলিস মিয়া লোক মুখে বলে দেড়াচ্ছেনন আমাদের দেশের বিভিন্ন থানায় হত্যা, মাদক, নারী দিয়ে সাজানো মামলা দিয়ে নি:শেষ করে ছাড়বে। আমরা পুলিশের উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।