বিশ্বনাথে কৃষকের আড়াই লাখ টাকার বেগুন গাছ কেটে দিল দূর্বৃত্তরা
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫ ইং, ১২:৩৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে পল্লীতে এক হত-দরিদ্র বর্গাচাষী আরশ আলীর বেগুন বাগানের কয়েকশত গাছ কেটে দিল দূর্বৃত্তরা। এতে ক্ষতির পরিমান প্রায় আড়াই লক্ষ টাকা। বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কামালপুর (বন্ধুয়া) গ্রামের মৃত মসদ আলী ছেলে আরশ আলী (৫০)। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক আরশ আলী বাদি হয়ে ৩জনের নাম উল্লেখ করে ১০/১২জনকে অজ্ঞাতানামা আসামি রেখে বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং ৮৯০। অভিযুক্তরা হলেন-উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দক্ষিণ নোয়াগাঁও (বন্ধুয়া) গ্রামের মৃত রুস্তুম আলীর পুত্র আবদুর আলী (৪৫), আবদুর আলীর পুত্র সায়মন (১৮), ইমন (২২), চান মিয়া।
বিশ্বনাথ থানায় লিখিত জিডিতে বাদি উল্লেখ করেছেন, অভিযুক্তরা অত্যন্ত খারাপ, দাঙ্গাবাজ ও পরধনলোভী প্রকৃতির লোক। অভিযুক্তদের পাশের বাড়িতে বসবাস করেন বাদি। অভিযুক্তরা সম্পর্কে তাহার প্রতিবেশী হয়। বাদি অন্যের জমি বর্গাচাষ করে আসছেন। পূর্ব হইতে বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সাথে তার মনোমালিন্য চলে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা প্রায়ই বাদি পক্ষের লোকজনের সাথে ঝগড়া বিবাদ করিতে চায়। গত ১৮ মার্চ রাত অনুমান ৩টায় বাদির ছেলে ইব্রাহিম সিলেট রেলগেইট এ কাচামালের ব্যবসা করে, সেহরি খাওয়ার জন্য বাড়িতে আসার পথে দেখিতে পান যে, অভিযুক্তরা তাহার বেগুণ চাষকৃত জমিতে ফলানো বেগুন গাছ গুলো কেটে ফেলে দিচ্ছে। এসময় বাদির ছেলে দৌড়ে গিয়ে অভিযুক্তদের বাধা দেন। এসময় অভিযুক্তরা বাদির ছেলে ইব্রাহিম কে কথা বলতে নিষেধ করে এবং কোন কথা বলিলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে বাদির ছেলে ভয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে বাদির ছেলে পরিবারের সদস্যদের বিষয়টি খুলে বলেন। েএসময় বাদি এলাকার কয়েকজনকে সাথে নিয়ে বর্গাকৃত জমিতে যান এবং গিয়ে দেখিতে পান, তাহার জমির সমস্ত গাছগুলো কেটে ফেলে দিয়েছে অভিযুক্তরা। িএতে বাদির প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন।
এব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে চেষ্ঠা করা হলে তাদের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।