বিশ্বনাথে হকার ব্যবসায়ীকে হত্যা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৫ ইং, ১২:০৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৩৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে নিকেশ তালুকদার (৪২) নামের এক হকার ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার সুনামপুর রকিনগর গ্রামের সানন্দ তালুকদারের পুত্র। নিহত নিকেশ তালুকদার সিলেট নগরীর তেমুখি এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বাওনপুর পাঁচ পীরের বাজারের একটি রাস্তায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ জানায়, নিহত হকার ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পাঁচ পীরের বাজারে বাইসাইকেল যোগে বিভিন্ন রকমের মালামাল বিক্রি করে আসছেন। রবিবার রাত বাইসাইকেল ওই বাজারে মালামাল বিক্রয় করার জন্য যান। কিন্তু বাজারের পথিমধ্যে একটি রাস্তায় কে বা কাহারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়ে বাজারের একটি দোকানে রক্তাক্ত অবস্থায় প্রবেশ করেন। এসময় ওই দোকানের ভিতরে লুঠে পড়েন তিনি নিহত হন। নিহত ব্যক্তি স্থানীয় ব্যবসায়ীদের কাছে বাবু নামে পরিচিত ছিলেন।
এদিকে, খবর পেয়ে রাতে সাড়ে ১০টায় সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান আশিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হকার ব্যবসায়ী হত্যার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। তবে কি কারণে এ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ তৎপর রয়েছে।