যুক্তরাজ্যে মুন্নার হজ্বে গমন উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২৫ ইং, ৯:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১২৫ বার পঠিত
যুক্তরাজ্যে মুন্নার হজ্বে গমন উপলক্ষে বন্ধু সমাবেশের দোয়া মাহফিল বিশ্বনাথবিডি২৪:: যুক্তরাজ্য বন্ধু সমাবেশের সমন্বয়ক মাহফুজ আহমদ মুন্না’র পবিত্র হজ্বে গমন উপলক্ষে বন্ধু সমাবেশের উদ্যোগে ১৩ মে মঙ্গলবার ইস্ট লন্ডনস্থ মাইল এন্ডের স্মোক এন্ড স্টিক হাউজে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুহৃদ মুন্নার হজ্ব সম্পাদন করে সহিসালামতে ফিরে আসতে সে জন্য প্রার্থনা করা হয়। মুন্নার প্রতি আহ্বান জানানো হয় তিনি যেন সকল বন্ধুদের তার দোয়ায় অন্তর্ভুক্ত রাখেন। মুন্নাও সবার কাছে তার জন্য দোয়ার দরখাস্ত করেন । দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমন্বয়ক বদরুল ইসলাম, সেলিম উদ্দিন, আজমল চৌধুরী, আনোয়ার হোসেন, নেছার উদ্দিন, ইকবাল হোসেন, প্রভাষক তানবীর আহমদ, কামাল উদ্দিন, মতিউর রহমান মতিন, আব্দুর রহিম রঞ্জু, তৌহিদ উদ্দিন, আহবাব হোসেন খান বাপ্পী, আজিম উদ্দিন, দেওয়ান আব্দুল বাসিত, মমদুল হক মারুফ, আবু শাহান, সুমন আহমদ, রিপন পারভেজ, মোফাজ্জল করিম মাছুম, শাহ আলম কাশেম, মুহিজুল আমিন, শাহ মোস্তাক আহমদ প্রিন্স, আফসার উদ্দিন প্রমুখ। দোয়া মাহফিল শেষে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়।