বিশ্বনাথে নিরব ভাই ভাই স্পোটিং ক্লাবের ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫ ইং, ৭:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথে নিবর ভাই ভাই স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের পশ্চিমের মাঠে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরব ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক, প্রবাসী নূরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য কমলা মিয়া, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, আব্দুল আজিজ সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল গণি, মতিউর রহমান, সামছুল হক ওয়াদুদ, আক্কল আলী, এমএ সাত্তার, সামছুল হক, জাবের মিয়া, মানিক আহমদ, বাদুল্লাহ, নজই, মোহাম্মদ আলী, আকবর আলী, দুদু মিয়া প্রমূখ।
ফাইনাল খেলায় নিরব ভাই ভাই স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে নবপুস্প স্পোটিং ক্লাব আনরপুর চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।