বিশ্বনাথে প্রতিভা স্পোর্টিং ক্লাবের মিনি-ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে প্রতিভা স্পোর্টিং ক্লাবের মিনি-ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুল গ্রামের মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। দিবা-রাত্রীর এ খেলায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মোট ২৬টি দল অংশ গ্রহন করে। চুড়ান্ত পর্বের ফাইনাল অনুষ্ঠিত হয় ‘এস.কে লিমন স্পের্টিং ক্লাব’ (গমরাগুল) ও ‘সাঈদ একাদশ’ এর মধ্যে। রাত ১০টায় অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ‘সাঈদ একাদশ’ (রহিমপুর) কে ১-০ গোলে হারিয়ে ‘এস.কে লিমন স্পের্টিং ক্লাব’ (গমরাগুল) চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক আলী আজবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন, সাংবাদিক এনামুল হক মামুন, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো. মাশুক মিয়া, খাজাঞ্চি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান (কালু মিয়া), খাজাঞ্চি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মাশুক মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সহ-সভাপতি শওকত মিয়া, সাধারণ সম্পাদক শফিক মিয়া, খাজাঞ্চি ইউনিয়ন শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, যুবলীগ নেতা সুন্দর আলী, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবিদ হাসান, ছাদিকুল ইসলাম, শিমুল মিয়া ও সাদিক আহমদ প্রমুখ।
এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।