রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৫ ইং, ১:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৭ বার পঠিত
নিউজ ডেস্ক :: রাজধানীর ধানমণ্ডি লেক থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড়ভাই এবিএম আব্দুল লতিফের লাশ উদ্ধার করছে পুলিশ। ৬৫ বছর বয়সী আব্দুল লতিফ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
রোববার দুপুর ১২টার দিকে ধানমণ্ডির ২ নম্বর রোডে বিজিবি গেট সংলগ্ন লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধানমণ্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিক বাংলামেইলকে বলেন, ‘রেলমন্ত্রীর বড়ভাই আব্দুল লতিফ শনিবার রাত ৯টার দিকে হাঁটতে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরেননি। পরে রোববার বেলা ১২টার দিকে তার লাশ ধানমণ্ডি লেক থেকে উদ্ধার করা হয়। তাকে কেউ হত্যা করেছে নাকি তিনি পানিতে পড়ে মারা গেছেন তা এখনো স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। তার মাথায় সামান্য আঘাত রয়েছে।’
আব্দুল লতিফের বাসা ধানমণ্ডির ৫ নম্বর রোডে। বাসা নম্বর ২৩/এ, ফ্লাট নম্বর ৩/এ। লাশ উদ্ধার করে তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
অবসরে যাওয়ার আগে আবদুল লতিফ ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে তাদের বাড়ি। আট ভাইবোনের মধ্যে আব্দুল লতিফ ছিলেন সপ্তম।