আমেরিকায় নিউজার্সীতে ‘বিশ্বনাথ সমিতি অব নিউজার্সি ইনক’র কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৫ ইং, ৭:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৮৩৯ বার পঠিত
একতা, সততা ও প্রগতি এই মন্ত্রকে ধারণ করে আমেরিকার নিউজার্সীতে সিলেটের বিশ্বানাথের সামাজিক সংগঠন “বিশ্বনাথ সমিতি অব নিউজার্সি ইনক” এর ২০১৫-২০১৭ সালের নতুন কার্যকরি কমিটি গত ০২ মে শনিবার গঠন করা হয়েছে।
বশির আহমদকে সভাপতি আর মাশুক আহমদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরি কমিটি করা হয়েছে।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল আলী, কোষাধ্যক্ষ সেজু চৌধুরী, প্রচার সম্পাদক মুক্তার আলী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শর্মিষ্টা দত্ত, কার্যকরি সদস্য আসাদ আফরোজ ও হুমায়ুন মিয়া।
নিউজার্সী স্টেটে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা, শৃংখলা, প্রগতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যম হিসাবে সমিতি কাজ করবে। দল-মত ও লাভ-লোকশানের উর্দ্ধে উঠে সবার মাঝে সার্বিক কল্যান সাধনের প্রচেষ্টা সমিতি অব্যাহত রাখবে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করে বলেন। অনেক দিনের প্রত্যাশিত স্বপ্নের ফসল এই “বিশ্বনাথ সমিতি অব নিউজার্সী ইনক্”।
সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শ পাওয়া গেলে সমিতির মাধ্যমে বিশ্বনাথ বাসীর কল্যানে এই কমিটি কাজ । উভয়েই নিউজার্সীতে বসবাসরত সকল বিশ্বনাথ প্রবাসীদেরকে এগিয়ে এসে নতুন কমিটিকে সর্বাঙ্গীন সহযোগিতা ও সদস্য হওয়ার উদাত্ত আহবান জানান।ৎ
সভাপতির বক্তব্যে প্রবীন শিক্ষক অমরেন্দ্র দেব নতুন কমিটিকে অভিনন্দন ও এই কমিটি সকলের কল্যানে মিলেমিশে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যদের মাঝে উপদেষ্টা হাজী তেরাব আলী ও শাহিন মিয়া বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি
বশির আহমদকে সভাপতি আর মাশুক আহমদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরি কমিটি করা হয়েছে।
কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মজনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল আলী, কোষাধ্যক্ষ সেজু চৌধুরী, প্রচার সম্পাদক মুক্তার আলী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শর্মিষ্টা দত্ত, কার্যকরি সদস্য আসাদ আফরোজ ও হুমায়ুন মিয়া।
নিউজার্সী স্টেটে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের মধ্যে সংহতি, সহযোগিতা, শৃংখলা, প্রগতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যম হিসাবে সমিতি কাজ করবে। দল-মত ও লাভ-লোকশানের উর্দ্ধে উঠে সবার মাঝে সার্বিক কল্যান সাধনের প্রচেষ্টা সমিতি অব্যাহত রাখবে।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভূতি প্রকাশ করে বলেন। অনেক দিনের প্রত্যাশিত স্বপ্নের ফসল এই “বিশ্বনাথ সমিতি অব নিউজার্সী ইনক্”।
সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শ পাওয়া গেলে সমিতির মাধ্যমে বিশ্বনাথ বাসীর কল্যানে এই কমিটি কাজ । উভয়েই নিউজার্সীতে বসবাসরত সকল বিশ্বনাথ প্রবাসীদেরকে এগিয়ে এসে নতুন কমিটিকে সর্বাঙ্গীন সহযোগিতা ও সদস্য হওয়ার উদাত্ত আহবান জানান।ৎ
সভাপতির বক্তব্যে প্রবীন শিক্ষক অমরেন্দ্র দেব নতুন কমিটিকে অভিনন্দন ও এই কমিটি সকলের কল্যানে মিলেমিশে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। অন্যান্যদের মাঝে উপদেষ্টা হাজী তেরাব আলী ও শাহিন মিয়া বক্তব্য প্রদান করেন। -বিজ্ঞপ্তি