খালেদার গ্রেপ্তারি পরোয়ানায় জাতিসংঘের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ৩:১১ অপরাহ্ণ | সংবাদটি ১১১০ বার পঠিত
নিউজ ডেস্ক ::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
বুধবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক। সেখান থেকে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী এ কথা জানিয়েছেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি প্রসঙ্গে জাতিসংঘের অবস্থান জানতে চাইলে ডোজারিক বলেন, বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় জাতিসংঘ মাহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। জাতিসংঘ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। শান্তিপূর্ণ উপায়ে বর্তমান সঙ্কট নিরসনে উদ্যোগী হতে জাতিসংঘ মাহাসচিব বারবার তাগিদ দিয়ে আসছেন।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বুধবার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নিম্ন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আগামী ৪ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানার কপি ইতিমধ্যে তিনটি থানায় গেছে বলে আদালত সূত্রে জানা গেছে। তবে পুলিশ তা অস্বীকার করছে।