ওসমানীনগরে ভূয়াঁ ফেসবুক আইডি’র মাধ্যমে হয়রানীর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫ ইং, ৬:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৩৮৭২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের এক ব্যাক্তির নামে ভূয়াঁ আইডি করে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দসহ সাধারণ মানুষকে হয়রানী অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার বিকালে উপজেলার সুরতপুর গ্রামের হাজী আনচ্ছারুজ্জামানের পুত্র জাহাঙ্গির আলম থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরী হিসাবে গৃহিত করে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে। ডায়েরী নং ৭২৮
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের সুরতপুর গ্রামের আনচ্ছারুজ্জামানের পুত্র জাহাঙ্গির আলম (২৯) তাঁর নিজ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আই ডি চালিয়ে আসছেন। সম্প্রতি একই নামে একটি ভ’য়াঁ আইডি করে জাহাঙ্গির আলম এর ছবি ও টামলাইনে থাকা বিভিন্ন ছবি নিয়ে ভূয়াঁ আইডি ব্যবহার করে এলাকার প্রভাবশালী ব্যাক্তিবর্গদের নামে কুরুচি পূর্ন মন্তব্য প্রদান করে যাচ্ছে । বিষয়টি নিয়ে জাহাঙ্গির আলম অনেক খোঁজ খবর নিয়ে কোন সূরাহ না পাওয়ায় অবশেষে শনিবার বিকালে থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।
জাহাঙ্গির আলম জানান,আমি দীর্ঘ দিন আমার নিজ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি পরিচালনা করে আসছি। আমি কখনও কোন ব্যাক্তিকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করিনি। সম্প্রতি কে বা কারা আমার ফেসবুক আইডি থেকে আমার ছবি সংগ্রহ করে আমার নামে ভূয়াঁ আইডি বানিয়ে স্থানীয় রাজনিতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন জনের বিরুদ্ধে মনগড়া কুরুচিপূর্ন মন্তব্য প্রদান করে যাচ্ছে। যাহা জানতে পেরে আমি নিজে হতবাক হয়েছি। পরবর্তীর্তে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে ওই ভূয়াঁ আইডি ব্যবহারকারীদের হাত থেকে প্রতিকার না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরী করেছি।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়াঁ আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ব্যাপারে পাওয়া অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।