দক্ষিণ কোরিয়ায় ব্যর্থ প্রেমিকের গুলিতে নিহত তিন
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ইং, ২:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৮৯১ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় একটি দোকানে ঢুকে তাণ্ডব চালাল বন্দুকধারী ৷ তার ছোঁড়া গুলিতে মৃত্যু হল তিনজনের ৷ বুধবার সকালে রাজধানী সিওল থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে সেজং শহরে ঘটনাটি ঘটে ৷
ওই ঘটনার পর হামলাকারীরা দোকানটিতে আগুন ধরিয়ে দেয় ৷ জানা গিয়েছে, প্রতিশোধ নিতেই প্রাক্তন প্রেমিকার পরিবারের উপর হামলা চালায় ‘ব্যর্থ’ প্রেমিক ৷ পরে নদীর পাড়ে সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তিনজনকে খুন করার পর সে আত্মহত্যা করেছে বলে পুলিশের অনুমান ৷
দক্ষিণ কোরিয়ায় এ ধরনের গোলাগুলির ঘটনা খুবই বিরল ৷ পুলিশের কাছে খবর, এদিন সকালে ৫০ বছর বয়সের ওই হামলাকারী একটি বন্দুক নিয়ে তার প্রাক্তন প্রেমিকার দোকানে ঢুকে পড়ে ৷ কেউ কিছু বোঝার আগেই গুলি চালাতে শুরু করে সে ৷ প্রাণ হারান ওই মহিলার এক বন্ধু, বাবা ও ভাই ৷
এদিকে, ঘটনার পর থেকেই নিখোঁজ ওই মহিলা ৷ আত্মহত্যার আগে প্রাক্তন প্রেমিক তথা হামলাকারী তাঁকে অপহরণ করে বলে সন্দেহ করা হচ্ছে৷