বিশ্বনাথে ১ম শুভেচ্ছা স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৫ ইং, ৭:০০ অপরাহ্ণ | সংবাদটি ৬৯৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::বিশ্বনাথ উপজেলার চৌধুরীগাঁও গ্রামের পশ্চিমের মাঠে অনুষ্ঠিত ১ম শুভেচ্ছা স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। শুভেচ্ছা স্পোটিং ক্লাব আয়োজিত টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুুহেল আহমদ চৌধুরী। ফাইনাল খেলায় ট্রাইবেকারে শুভেচ্ছা স্পোটিং ক্লাব (চৌধুরীগাঁও) ৪-৩ গোলের ব্যবধানে অলংকারী স্পোটিং ক্লাব (অলংকারী)কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব দুদু মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার দিলশাদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম মজনু, যুক্তরাজ্য বিএনপি নেতা সিরাজ উদ্দিন, উজেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব কলমদর আলী, আল-মদিনা বিদ্যানিকেতনের প্রিন্সিপাল আবদুল খালিক, ইউকে ইয়ুথ ইন্সটিটিউটের পরিচালক জামাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান রাসেল, গোবিন্দ মালাকার, যুবদল নেতা আব্বাস আলী সুমন, সুমন মিয়া, উপজেলা ছাত্রদল নেতা আলাল মিয়া, মানিক মিয়া।