৮ম শ্রেনীর মেধাবৃত্তিতে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় শীর্ষে
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০১৫ ইং, ৯:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৯৩৯ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::বিগত জেএসসি পরীক্ষায় সিলেটের ওসমানীনগরের মধ্যে মেধাবৃত্তি প্রাপ্তিতে শীর্ষ স্থানে রয়েছে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। ফলাফলের ভিত্তিতে বিদ্যালয়ের দশজন শিক্ষার্থী মেধা বৃত্তি পেয়েছে। তার মধ্যে ৪জন টেলেন্টপুলে এবং ৬জন সাধারণ গ্রেডে। জেএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ২৮১জন পরীক্ষর্থী অংশ নিয়ে ২৬১জন শিক্ষার্থী কৃতকার্য হয়। কৃতকার্যদের মধ্যে ৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। বৃত্তিপ্রাপ্তরা হলো টেলেন্টপুলে দূজয় কুমার দাস,শাদমান সাকিব অভি,আব্দুল মুমিন,তানু আক্তার। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো তানবির খান, মাহফুজ চৌধুরী, দিপু মিয়া, সুমাইয়া চৌধুরী আনিসা, শ্রাবনী দেব পূঁজা, হেপী রানী শীল।
গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল লেইছ বলেন, বিদ্যালয়ের দশজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। আগামী দিন গুলোতে শিক্ষার্থীরা ভাল ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অক্ষত রাখবে বলে আমার বিশ্বাস।