বিশ্বনাথে জাপায় কোন্দলঃ এমপি এহিয়া গ্রুপ আউট-আবদুল্লাহ গ্রুপ ইন!
প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০১৫ ইং, ১০:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৪ বার পঠিত
তজম্মুল আলী রাজু ও মোহাম্মদ আলী শিপন::সিলেট-২ আসনের সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার দেয়া সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি জেলা জাতীয় পার্টি বিলুপ্ত ঘোষনা করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় পার্টির সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী ও সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্বনাথ উপজেলা জাপার সাবেক সভাপতি আরশ আলী বাবলু, উপজেলা জাপার সাবেক সভাপতি শাহ আরমান আলী, সাবেক সভাপতি নোয়াব আলী মেম্বার ও জাপা নেতা আব্দুল হান্নানকে বর্তমানে দায়িত্ব দেয়া হয়। তারা আগামী ২০ দিনের মধ্যে উপজেলা জাপার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে মতবিনিময় সভার আয়োজন করতে নির্দেশ দেয় জেলা জাতীয় পার্টি। ওই দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া গ্রুপের কাউকে রাখা হয়নি। এমন খবর পেয়ে এমপি এহিয়া গ্রুপের নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এদিকে, উপজেলা জাতীয় পার্টির বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক এহিয়া গ্রুপের অনুসারী সিতাব আলী বুধবার রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদক কে জানান, আমাদের কমিটি বহাল আছে,বহাল থাকবে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বাদ যোহর উপজেলা সদরের জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল বের করবে। ফলে ইয়াহইয়া চৌধুরীর এহিয়া গ্রুপ ও আবদুল্লাহ সিদ্দিকী গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে বিভিন্ন সূত্রে জানাযায়।
দলীয় সূত্রে জানাগেছে, গত বছরের ২৪ মার্চ উপজেলা জাপা নেতা আবু বক্কর সিদ্দিকী কে আহবায়ক ও সিতাব আলীকে ১ম যুগ্ম-আহবায়ক করে ১০৫ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কিছুদিন পর দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিকী যুক্তরাজ্য চলে যান। পরে উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এর দায়িত্ব পান সিতাব আলী।
জানাগেছে,গত বছরের ২৪ মার্চ উপজেলা জাতীয় পার্টি কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় পার্টি বিশ্বনাথে রাজপথ দখলে নিতে চায়। ফলে উপজেলা প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের কার্যাক্রম করে। ইতি মধ্যে কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা জাতীয় পার্টি। সিলেট ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি পেয়ে নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবিত। কিন্তু বর্তমানে জাতীয় পার্টি দুটি গ্রুপের রুপ নিয়েছে। ফলে জাতীয় পার্টিতে ভাঙ্গণের সুর উঠছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সরকারের সাথে সমঝোতার মাধ্যমে সিলেট ২ আসন (বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগর) জাতীয় পার্টি প্রার্থী মনোয়ন পেয়ে এ আসনে জয়লাভ করেন। দীর্ঘদিন পর দলীয় সংসদ পেয়ে দলের নেতাকর্মীর মধ্যে প্রানঞ্জলতা ফিরে পায়।
দলের একাধিক নেতাকর্মী সূত্রে জানাগেছে, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক, সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকী মধ্যে দন্ধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জেলা জাতীয় পার্টির কমিটি গঠনের পর তাদের এই দন্ধ সৃষ্টি হয় বলে জানান তারা। এর ফলে বিশ্বনাথে জাতীয় পার্টি দুটি বলয়ের সৃষ্টি হয়েছে। এমপি এহিয়া গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী ও আবদুল্লাহ সিদ্দিকীর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা জাতীয় পার্টি কমিটির সদস্য আরশ আলী বাবলু।
দলীয় সূত্রে জানাগেছে, গত বছরের ২৪ মার্চ উপজেলা জাতীয় পার্টি কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়। জাতীয় পার্টি বিশ্বনাথে রাজপথ দখলে নিতে চায়। ফলে উপজেলা প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের কার্যাক্রম করে। ইতি মধ্যে কয়েকটি ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা জাতীয় পার্টি। সিলেট ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি পেয়ে নেতাকর্মীরা এখন অনেকটা উজ্জীবিত। কিন্তু বর্তমানে জাতীয় পার্টি দুটি গ্রুপের রুপ নিয়েছে। ফলে জাতীয় পার্টিতে ভাঙ্গণের সুর উঠছে।
এব্যাপারে এমপি এহিয়া গ্রুপের উপজেলা জাপা নেতা সিতাব আলী ও রফিকুল আলম লালু বলেন, আমাদের কমিটি বহাল আছে, বহাল থাকবে। উপজেলা পর্যায়ে কোনো নেতাকর্মীর সাথে যোগাযোগ না করে কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল করবে বলে তারা জানান।
উপজেলা জাতীয় পার্টির দায়িত্বপ্রাপ্ত আবদুল্লাহ বলয়ের গ্রুপের নেতা আবদুল হান্নান বলেন, জেলা কমিটি দায়িত্ব দিয়েছে শুনেছি। তবে বৃহস্পতিবার জেলার নেতৃবৃন্দ সাথে সাক্ষাত করার জন্য আমাদের বলা হয়েছে।
সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আবদুল্লাহ সিদ্দিকী বলেন, অন-অনুমোদিত কোনো কমিটি গঠন করে তা পরিচালনা করা জাতীয় পার্টি গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কাজ। তাই বিলুপ্ত কমিটির সবাইকে পূর্বের পদবি ব্যবহার না করতে আহবান করা হয়েছে। যদি কেউ পূর্বের কমিটির পদবি ব্যবহার করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে তিনি জানান। ২০১২ সালের পর থেকে বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির জেলা কমিটির কোনো অনুমোধন নেই বলে তিনি জানান।
সিলেট-২ আসনের সাংসদ ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক ইয়াহইয়া চৌধুরীর এহিয়া তিনি দলের সম্বনয়কারী দাবী করে বলেন, যারা রাজপথে রাজনীতি করে তাদের মতামতের ভিত্তিত্বে জাতীয় পাটির ভাঙ্গা-গড়া হবে। সিটিং রুমে বসে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজনীতিত্বে আমরা বিশ্বাসী নয়। যদি বিশ্বনাথ এসে তারা কমিটি দিতে পারে তাহলে তাদের স্বাগত জানাই। বিশ্বনাথের জাতীয় কমিটি আছে, থাকবে বলে তিনি জানান।